গোলাম মাওলা রনিসহ আলোচিত বেশ কয়েকজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
গোলাম মাওলা রনিসহ আলোচিত বেশ কয়েকজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল শুনানি চলছে নির্বাচন কমিশনে। এরই মধ্যে গোলাম মাওলা রনিসহ আলোচিত বেশ কয়েকজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ ১শ ৬০ প্রার্থীর আপিল শুনানি হচ্ছে। এদিকে, শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ায় সন্তোষ জানিয়ে ভোটের মাঠে পরিবেশ সুষ্ঠু রাখার আহ্বান জানিয়েছেন অনেকে। আর বাদ পড়া প্রার্থীরা উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।
প্রথম দফার আপিলকারীরা সকালেই নির্বাচনে কমিশনে আসেন। দশটায় শুরু হয় আপিল শুনানি। বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসনের মনোনয়নপত্র বাতিল হওয়ার পাশাপাশি বিএনপি মনোনীত সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল শুনানির পর বিএনপি প্রার্থীশূন্য ওই আসনে বিএনপি মনোনীত মোরশেদ মিল্টনের প্রার্থীতা বৈধ ঘোষনা করে কমিশন।
একই ভাবে বিএনপি থেকে মনোনয়ন নেয়া পটুয়াখালী-৩ আসনের আলোচিত প্রার্থী গোলাম মওলা রনির প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বৈধ ঘোষনা করায় নির্বাচনী প্রতিদ্বন্দিতায় নামতে আর কোনো বাধা নেই এসব প্রার্থীর ক্ষেত্রে।
রনি বলেন, আমি ইসির এই ব্যবহারে অনেক সন্তুষ্ট। তাদের ব্যবহার, আচার-আচরণ সবকিছুই আমার ভাল লেগেছে।'
এদিকে জাতীয় পার্টি ও স্বতন্ত্র অনেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। কমিশনে আপিলের পরও যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা উচ্চ আদালতে দ্বারস্থ হবেন বলেও জানান।
নির্বাচন কমিশন প্রথম দিন আপিলের ক্রমিক ১ থেকে ১শ ৬০, দ্বিতীয় দিনে ১শ ৬১ থেকে ৩শ ৩০ ও তৃতীয় দিনে ৩শ' ৩১ থেকে অবশিষ্ট আপিলগুলোর নিষ্পত্তি করা হবে। মনোনয়ন পত্র বাতিল হওয়া ৫শ' ৪৩ জন সংক্ষুব্ধ প্রার্থী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করেন।