আপিলে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামান
এ.এম.উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি
আপিল নি®পত্তির প্রথম দিন বৃহ¯পতিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে শুনানি শেষে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন এঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন এঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন এঁর নির্বাচন কমিশনে দায়ের করা আপিলের নি®পত্তি করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের এই আদেশের ফলে মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন তাঁর প্রার্থিতা ফিরে পেলেন। এর আগে সোমবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় নির্বাচন কমিশনে আপিলকরেন মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন।
রোববার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাইয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মনোনয়নপত্র দাখিলকারী বিএনপি প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন এঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। ঋণখেলাপির জামিনদার হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
রোববার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে মেজর (অব.) মো.
আখতারুজ্জামান রঞ্জন সহ এই আসনের মোট সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
এ আসনের ১০ প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী জেলা বিএনপির যুগ্মসাধারণ স¤পাদক মো. শহীদুজ্জামান কাকন এবং জাকের পার্টি প্রার্থী দলের জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল জব্বার এই তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।