একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মহাজোটের শরীকদের ৬০টি আসন দিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার (০৭ ডিসেম্বর) সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারিকে মনোনয়নপত্র বিতরণের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এরপর বিকল্পধারার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষে মনোনয়ন গ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার। এখন পর্যন্ত তরিকত ফেডারেশনকে ২টি, ওয়ার্কার্স পার্টি থেকে ৫ জন, বিকল্পধারার জন্য ৩ জন, জাসদ ইনুকে ৩টি, জাসদ আম্বিয়ার জন্য ১জনকে মনোনয়ন দিয়েছে মহাজোট। এছাড়াও চাঁদপুর-৪, পটুয়াখালী-২ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিঠি পেয়েছেন।