বেনাপোলে পৃথক অভিযানে নারী পুরুষসহ ফেন্সিডিল জব্দ
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।
যশোরের বেনাপোলে পৃথক অভিযানে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৯ জন নারী পুরুষ ও শিশুকে আটক ও ৫৮৯ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।তবে এসময় কোন পাচারকারিকে আটক করতে পারেনি। রবিবার দুপুরের সময় সীমান্তের পুটখালী এলাকা থেকে আটক সহ ফেন্সিডিল জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ নারী পুরুষ শিশু অনুপ্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৯ জন নারী পুরুষ শিশুকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ ৫ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটকৃতদের বাড়ী নড়াইল মাগুরা ও সাতক্ষীরা বিভিন্ন জেলায়।
অপর দিকে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার ( পিবিজিএমএস) জানান,বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে নারী পুরুষ শিশুকে আটক করা হয়েছে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে। এবং পুটখালী সীমান্ত থেকে আটককৃত মাকদদ্রব ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।