কাতার প্রবাসীদের আ.লীগেই ভরসা।
এনামুল হোসেন
বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে এসেছে। এ ধারা অব্যাহত রাখতে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানানো হয়। বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের জন্য কাজ করার পরামর্শ দেন। অপশক্তি রুখে দিয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেয়ার দাবি জানানো হয়।
বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে নির্বাচন শীর্ষক আলোচনা সভা করেছে আওয়ামী লীগ কাতার শাখা।
স্থানীয় সময় শুক্রবার (০৭ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা নাজমা দাওয়াত রেস্টুরেন্টে এই আলোচনা সভা আয়োজিত হয়। সংগঠনের সভাপতি সফিকুল কাদেরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি আব্দুল অওদুদ, সহ-সভাপতি আবিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ মালেক, সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান।
এ ছাড়া জাতীয় শ্রমিক লীগ সভাপতি তাজুল ওয়াহিদ, কাতার বঙ্গবন্ধু সৌনিক লীগ সভাপতি মাহফুজুর রহমান, কাতার স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুল, কাতার জাসদ সাধারণ সম্পাদক তৌফিক এলাহি চৌধুরী প্রমুখ।