মুন্সীগঞ্জ আসনের জন্য দলের বাইরের মোট ২২ জন প্রতিদ্বন্ধী প্রার্থীদের কাছে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিংকর্মকর্তা
মোঃলিটন মাহমুদ মুন্সী গন্জ
,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জে তিনটি আসনের জন্য চুড়ান্তভাবে মনোনীত দলীয় এবং দলের বাইরের মোট ২২ জন প্রতিদ্বন্ধী প্রার্থীদের কাছে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক সায়লা ফারজানা। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই প্রতীক বরাদ্দের কর্মসূচি চলে।
৩০ ডিসেম্বরের নির্বাচনের জন্য মুন্সীগঞ্জ -১ আসন থেকে মোট ছয়জনকে, দুই আসনে আওয়ামীলীগের একজন বিদ্রোহী প্রার্থীসহ মোট সাত জন এবং তিন আসনে স্বতন্ত্র একজনসহ মোট নয়জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়।
প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের প্রচারণা শুরু করেন। মুন্সীগঞ্জ এক আসনের জন্য নৌকা প্রতীক মাহী বি চৌধুরী, ধানের শীষ প্রতীক শাহ মোয়াজ্জেম হোসেন।
দুই আসন থেকে নৌকা প্রতীক সাগুফতা ইয়াছমিন এমিলি এবং ধানের শীষ প্রতীক মিজানুর রহমান সিনহা। আর তিন আসন থেকে অ্যাডভোকেট মৃনালকান্তি দাস নৌকা এবং আব্দুল হাই ধানের শিষ এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা।
এসময় সাংবাদিক শেখ মো: শিমুল বিপ্লবী ওয়াকার্স পার্টি থেকে কোদাল প্রতীক গ্রহন করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক পায় চৌধুরী ফাহরিয়া অাফরিন।