ধুনটে দুর্বৃত্ত কর্তৃক ঘরে আগুন, পৃথক দুই দোকান ভাঙচুর ও মারপিট
কারিমুল হাসান লিখন, ধুনট
বগুড়ার ধুনটে দুর্বৃত্ত কর্তৃক ঘরে আগুন দেয়াসহ পৃথক দুই দোকান ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
এসব ঘটনার মধ্যে মারপিটের ঘটনায় রাঙ্গামাটি গ্রামের জিল্লার রহমানের ছেলে আহত মাসুদ রানা জানান, সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার নলডাঙ্গা বাজার থেকে বাড়ি আসার পথে এলাঙ্গী বাজারে কিছু দুর্বৃত্ত আমাদের মারপিট করে। এ মারপিটে আমিসহ আমার গ্রামের মৃত আব্দুল মজিদ মাষ্টারের ছেলে নাহিদ হাসান আহত হয়।
অপর দিকে রাত প্রায় ১২টার সময় দুর্বৃত্ত কর্তৃক একই গ্রামের মৃত গোলাম ইদ্রিস অরফে ছোট খোকার ছেলে শামসুজ্জামান মুরাদের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ শামসুজ্জামান মুরাদ জানান, আমার ধানের ঘর, থাকার ঘর ও ঘরের ভিতরে থাকা ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, আলমারিসহ সংসারের যাবতীয় আসবাব পত্র দুর্বৃত্ত কর্তৃক আগুনে ভস্মিভ‚ত হয়েছে। অগ্নিকান্ডের সময় আমার পরিবার ছেলে মেয়ের ডাক চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিভানো চেষ্টা করে। শত চেষ্টার পরেও সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এঘটনায় আমার পরিবার আহতসহ লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ট তদন্তসহ ন্যায় বিচার ও অন্যায়কারীদের দৃষ্টান্তমুলক শাস্তিও কামনা করেন তিনি।
অন্যদিকে একুই সময়ে বাড়ির পাশ্ববর্তী সড়ক সংলগ্ন দুই পল্লী চিকিৎসকের দোকান ঘর ভাঙচুর করে দুর্বৃত্তরা। দোকান ঘরের স্বাত্বধিকারী রাঙ্গামটি গ্রামের আলহাজ্ব শহিদুর রহমানের ছেলে পল্লী চিকিৎসক শামসুল হক ও মৃত শহিদার মন্ডলের ছেলে পল্লী চিকিৎসক মঞ্জুরুল হক রুবেল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ধুনট থানা পুলিশ।
পর পর তিনটি ঘটনার কোন যোগসুত্র আছে কিনা বা একযোগে দুর্বৃত্ত কর্তৃক এমন ঘটনা কেন ঘটালো এ নিয়ে গ্রামের নানা শ্রেনী পেশার মানুষের মাঝে চলছে নানা ধরনের গুঞ্জন।
এসকল ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ক্ষতিগ্রস্থরা।