পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সারাদেশ
প্রতীক বরাদ্দের পর গ্রাম থেকে শহর সর্বত্র নির্বাচনী ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। পোস্টার টানিয়ে আসন্ন সংসদ নির্বাচনে নিজেদের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি জানান দিতে ব্যস্ত প্রার্থীরা। আর পোস্টার তৈরিতে ব্যস্ত প্রিন্টিং প্রেসের কর্মীরও। এ অবস্থায় সাধারণ ভোটাররা চান , সব ধরণের সংঘাত এড়িয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে।
রাস্তার অলিতে-গলিতে টানানো পোস্টারগুলোই জানান দিচ্ছে দেশে একাদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে বেশ জোরেশোরেই। নির্বাচনী আমেজ কয়েকগুণ বাড়িয়েছে পোস্টারগুলো। এগুলোর মাধ্যমে ভোটের লড়াইয়ের নিজেদের অস্তিত্বও জানান দিচ্ছেন প্রার্থীরা।
রাজশাহী: নির্বাচনী উৎসবে রাজশাহী শহরের সাগরপাড়া, সাহেব বাজার, আলুপট্টি, কুমার পাড়াসহ সব এলাকার রাস্তায় শোভা পাচ্ছে প্রধান দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার।নির্বাচন পর্যন্ত এমন উৎসব মুখর পরিবেশ দেখতে চান জেলার ৬টি আসনের ১৯ লাখ ভোটার। এ জেলায় ভোটের মাঠে লড়ছেন বিভিন্ন দলের ২৫ জন প্রার্থী।
এক ভোটার বলেন, 'নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। আমরা অধীর আগ্রহে বসে আছি ভোট দেয়ার জন।'
খুলনা: খুলনায় নির্বাচনী প্রচারণা জমিয়ে তুলতে প্রার্থীদের পোস্টার ছাপানোয় প্রেসগুলোতে ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে ছাপানো হচ্ছে নির্বাচনী পোস্টার। তাই নির্বাচনী আমেজ বৃদ্ধির পাশাপাশি ভালো লাভের আশা করছেন ব্যবসায়ীরা।
এক ব্যবসায়ী বলেন, 'আমরা প্রায় চব্বিশ ঘন্টাই কাজ করছি। এবার ভালো লাভ হবে বলেই মনে হচ্ছে।'