নবাবগঞ্জে ভোট গ্রহন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা
সাজেদুল ইসলাম
১২ই ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভোট গ্রহন কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা প্রশিক্ষনটি নবাবগঞ্জ উপজেলা সদরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার পুলিশ সুপার আবু সায়েম, পরিচালক অধিনায়ক ফুলবাড়ি বেটলিয়ান ২৯ বিজিবি লেফটেন্ট কর্নেল এসএম রেজাউর রহমান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান ।
এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন কুমার সরকার , উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার । ভোট গ্রহনকারী কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেছেন সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করবেন। যার করনে একটি সুষ্ট অবাধ নির্বাচন দেশবাসিকে আমরা দিতে পারি। বিশে অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেছেন , প্রতিটি ভোট কেন্দ্রে সতস্ফুত অংশগ্রহন করে ভোটারেরা যেন ভোট দিতে পারে সে বিষয়ে আইনি সার্বিক সহায়তা দেয়া হবে।