মৌলভীবাজারে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপিত।
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপিত হয়েছে ১২ডিসেম্বর বুধবার সাইফুর রহমান অডিটরিয়াময়ে ভ্যাটের গুরুত্ব ও আগামী দিনের ভ্যাটের উপর আলোচনা, মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাজমুল হাফিজ আহমেদ, সহকারি কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ মৌলভীবাজারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোঃ মুনীর, কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সিলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক মৌলভীবাজার, মোহাম্মাদ শাহাজালাল, পুলিশ সুপার মৌলভীবাজার, মোঃ কামাল হোসেন সভাপতি, মৌলভীবাজার চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম কিবরিয়া, আর.ও. কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ মৌলভীবাজার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভ্যাট থেকে যারা বঞ্চিত আছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন ভ্যাটের আওতায় আসার জন্য। ভ্যাটের টাকা দিয়ে সরকারের বিভিন্ন মূলক উন্নয়ন কাজ হচ্ছে, ভ্যাটের টাকা দিয়ে হচ্ছে পদ্মা সেতু নিমার্ন। তারপর সেরা ভ্যাট দাতা হিসেবে দি গ্রান্ড সুলতান শ্রীমঙ্গল ও ইস্পাহানি চা শ্রীমঙ্গল এর মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।