নড়াইলে জাল টাকা তৈরির যন্ত্রপাতি জব্দ, ৫২ হাজার জাল নোটসহ আটক ২
নড়াইল প্রতিনিধি
নড়াইলের জুড়ালিয়া এলাকা থেকে ৫২ হাজার ৪০ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করা হয়। বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে নড়াইলের জুড়ালিয়া এলাকা থেকে জাল টাকা তৈরিতে সম্পৃক্ত আব্দুল হালিম মোল্যা রনি (৫৫) ও সাজ্জাদ হোসেনকে (২০) আটক করা হয়। রনি জুড়ালিয়া উত্তরপাড়ার আব্দুল হামিদ মোল্যার ছেলে এবং সাজ্জাদ একই গ্রামের আশরাফুল আলম মোল্যার ছেলে। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির কম্পিউটার, প্রিন্টার, সিলসহ অন্যান্য যন্ত্রপাতি এবং ৫২ হাজার ৪০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
আটককৃত রনি সাংবাদিকদের জানান, তিনি প্রায় এক মাস যাবত জাল টাকা তৈরি করে আসছেন। তবে কোথায় এ জাল টাকা সরবরাহ করেন তা স্বীকার করেননি।