বান্দরবানে একশ বছর পূর্তী উদযাপন পালন করেছেন বম সম্প্রদায়
চাইথোয়াইমং মারমা রুদ্র জেলা প্রতিনিধি বান্দরবান
বান্দরবানে নানা আয়োজনে মূখরিত সুন্দর পরিবেশে উৎসাহ অান ন্দিত মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের বম সম্প্রদায় খ্রিস্টান ধর্ম গ্রহনের প্রায় এক শত বছর পূর্তী উদযাপন পালন করেন।
বুধবার (১২ ইং ডিসেম্বর) সকাল ১০ টায়,শুরু একশ বছর পূর্বে ১৯১৮ সালে পার্বত্য চট্টগ্রামের বম সম্প্রদায় খ্রিস্টান ধর্ম গ্রহন করেন। বর্তমানে পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় প্রায় ৩০ হাজার বম সম্প্রদায় বসবাস করেন ।
পার্বত্য জেলা বান্দরবানেই তাদের বসবাস সবচেয়ে বেশি। খ্রিস্টান ধর্ম গ্রহনের একশ বছর পূর্তী উৎসব পালন করছে এই ক্ষুদ্র বম সম্প্রদায়।
এ উপলক্ষে বান্দরবানের চিম্বুক পাহাড়ের ফারুক পাড়া, লাইমী পাড়া ও রুমা ও রোয়াংছড়ি উপজেলার বম সম্প্রদায়ের বিভিন্ন পাড়ায় উৎসব পালন করছে বম সম্প্রদায়ের নারী পুরুষেরা।
সকালে বান্দরবান শহরের কালাঘাটা নতুন ব্রীজ এলাকায় প্রেস ব্যাটেরিয়ান চার্চ এ বম সম্প্রদায়ের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রার্থনা ও যিশু খ্রিস্টের নামে কির্তণ করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিভিন্ন গির্জায় গির্জায় সমবেত প্রার্থনা। সুতরাং,এসময় বিভিন্ন এলাকার বম সম্প্রদায়ের নারী পুরুষেরা এতে অংশ গ্রহন করেন।