জয়পুরহাট-২ আসনের নৌকার মনোনীত প্রার্থীর জনসভায় ভিডিও কনফারেন্সে সরাসরি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিরেন দাস(CHANNEL4TV)জয়পুরহাট
৩০ শে ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-১৮ উপলক্ষে ২০ শে ডিসেম্বর সকাল ১১ টায় জয়পুরহাট জেলার কৃতী সন্তান জেলার উন্নয়নের মাইলফলক নামে পরিচিত আক্কেলপুর,কালাই,ক্ষেতলালের মাটি ও মানুষের খাদেম তথা জয়পুরহাট-২ আসনের বর্তমান সাংসদ বাংলাদেশ আওয়ামীলীগের তৃতীয় বারের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামীলীগের তৃতীয় বারের মতো নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপির নির্বাচনী প্রচারণার বিশাল জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আসনের সকল মানুষের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়টি নিয়ে ইতিমধ্যে গণমাধ্যমে ঝড় উঠেছে সঙ্গে চলছে দলীয় নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি।
কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ- দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়ার বিষয়টি চূড়ান্ত নিশ্চিত করেছেন বলে জানা যায়।
সঙ্গে জনসভার নির্ধারিত এলাকার নেতাকর্মীদের বাইরে জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলা আওয়ামীলীগ ও মহাজোটের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে বলেও জানিয়েছেন বিপ্লব বড়ুয়া।
রাজধানী"র ধানমন্ডির নিজ বাসভবন সুধা সদন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কনফারেন্সে জয়পুরহাট জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য করবেন বলে কেন্দ্রীয় নেতার পাঠানো বার্তা সূত্রে জানা যায়।