গণসংহতির প্রার্থীর চট্টগ্রাম উন্নয়ন ভাবনা
চট্টগ্রাম ব্যুরো
গত ১৮ ডিসেম্বর রোজ মঙ্গলবার চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান রুমির নির্বাচনী ইশতেহার ও চট্টগ্রাম উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা চট্টগ্রাম প্রেসক্লাবে সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা সদস্য সচিব ফরহাদ জামান জনির সঞ্চালনায় সভায় নির্বচানী ইশতেহার পাঠ করেন চট্টগ্রাম জেলার নেতা ডাঃ অপূর্ব নাথ। চট্টগ্রামের উন্নয়ন ভাবনা বিষয় প্রস্তাবনা পাঠ করেন চট্টগ্রামের নেতা শওকত আলী।
ভয়মুক্ত বাংলাদেশ, কার্যকর গণতন্ত্র এবং সকলের জন্য উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনে অংশ নিচ্ছে গণসংহতি আন্দোলন। চট্টগ্রামকে সন্ত্রাস, মাদকমুক্ত, নারী বান্ধব এবং সর্বোপরি মানবিক মর্যাদার, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তাবনা হাজির করা হয়।
চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী হাসান মারুফ রুমী বলেন “আমি হোল্ডিং ট্যাক্স আন্দোলনে নিজের জীবনের ঝুঁকি এবং সন্ত্রাসীদের ভয়ভীতিকে উপেক্ষা করে চট্টগ্রামবাসীকে করের বোঝা থেকে মুক্ত করার আন্দোলনে জনগণকে সংগঠিত করেছি। আমাদের ধারাবাহিক আইনি এবং রাজপথের আন্দোলনের ফলে চসিক কর্তৃক বর্ধিত হোল্ডিং ট্যাক্স স্থগিত করেছেন হাইকোর্ট”। তিনি নির্বাচিত হলে ভাড়ার ভিত্তিতে নয়, আয়তনের ভিত্তিতে হোল্ডিং ট্যাক্স আদায়ের ব্যাপারে সংসদে তৎপরতা রাখবেন। চট্টগ্রাম নগরীকে বিশেষজ্ঞ ও সকলের গণতান্ত্রিক মতামতের মধ্য দিয়ে জলবদ্ধতা দূরীকরণে উদ্যোগ নিবেন। সাংবাদিকরা নির্বচানী প্রচারণা বিষয়ক প্রশ্ন করলে তিনি প্রচারণায় সরকারি দলের বাধার অভিযোগ করেন। এতে আরো উপস্থিত ছিলেন খোরশেদ আলম, ছাত্র ফেডারেশনের চবি সভাপতি মির্জা ফখরুল, হাসান মুরাদ শাহ প্রমুখ।