ঢাকায় সফররতদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
ঢাকায় সফররতদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। পাওয়ার প্লে'তে উইকেট ধরে রেখে খেলার পরিকল্পনা টাইগারদের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সৌম্য সরকার। বলেছেন, বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা নিয়ে শক্তিশালী উইন্ডিজকে হারাতে চান তারা। মিরপুরে ম্যাচটি শুরু হবে আজ বিকেল ৫ টায়।
ভরদুপুরে ফ্লাডলাইটের আলোয় গা গরমের পালা। তখনো সূর্যের দেখা মেলেনি। শরীরে উষ্ণতা আনতে ক্যাচ প্রাকটিস। তবে সাবধানী টিম ম্যানেজমেন্ট। ইনজুরি ঝুঁকি এড়াতে নেয়া হলো টেনিস বল।
সিলেট থেকে হার নিয়ে ঢাকায় ফিরে যোগ হলো আরো একটা চ্যালেঞ্জ। আবহাওয়া। তাপমাত্রা এমন থাকলে মুশকিলই হবে। দিবারাত্রির ম্যাচ বলে ভাবনাটা আরো বেশি। যোগ হতে পারে শিশিরও। তবে কন্ডিশনের এ ভাবনাটা তুলে রাখতে চায় বাংলাদেশ।
সিলেটে ক্যারাবীয়দের কাছে পাত্তাই পায়নি টিম টাইগার্স। ব্যতিক্রম ছিলেন শুধু সাকিব। ম্যাচ শেষে অধিনায়ক বলেছিলেন, ব্যর্থতার কারণ বলতে পারবে অন্য ব্যাটসম্যানরা। এদিন পাওয়া গেলো মোক্ষম সুযোগ। ম্যাচের আগে গণমাধ্যমের সামনে এলেন সৌম্য সরকার। জানালেন ব্যর্থতার কারণ। সৌম্য সরকার বলেন, 'হয়তো বা বুদ্ধির ঘাটতি ছিল। হয়তো বা তাড়াতাড়ি চাদের চার্জ করতে গেছি আমরা। এছাড়া পরিকল্পনাতেও ছোট ভুল থাকতে পারে।'
শর্ট বলে উইকেট বিলিয়ে আসার প্রবণতা স্বীকার করলেন সৌম্য। অতিরিক্ত আত্মবিশ্বাসই কি কাল হয়েছে সিলেটে? সৌম্য তা মানতে নারাজ। বললেন, আগ্রাসী হতেই হবে। তবে পাওয়ার প্লে'তে হারানো যাবেনা উইকেট। সৌম্য সরকার বলেন, 'জোরে বল আরো জোরে মারতে গিয়ে উইকেট দিয়ে আসছি। ঐ বলগুলো পরিকল্পনা করে খেললে এমন হতো না। পরবর্তী ম্যাচে পাওয়ার প্লে ভালভাবে ব্যবহার করতে পারলে অবশ্যই ভাল কিছু হবে।'
আত্মবিশ্বাসী উইন্ডিজও অনুশীলন করেছে। তবে গণমাধ্যমের সামনে কথা বলেননি কেউ।