দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। অধিনায়ক সাকিব ছাড়া আর কেউই রান পাননি। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে তাই জয়ের বিকল্প নেই।
অন্যদিকে, টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে শুভ সূচনা করেছে উইন্ডিজ। বড় জয় পাওয়ায় আত্মবিশ্বাসেও অনেকটাই এগিয়ে আছে ক্যারিবিয়ানরা।
প্রথম ম্যাচের একাদশে কোন পরিবর্তন আনছে না দু'দল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি এবং মোস্তাফিজুর রহমান।
উইন্ডিজ একাদশ: এভিন লুইস, শেই হোপ, নিকোলাস পুরান, শিমরন হিটমেয়ার, ড্যারেন ব্রাভো, রাভমন পাওয়েল, কার্লস ব্রাফেট, ব্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শিলডন কাটরেল এবং ওশানে থমাস।