বাংলাদেশের সামনে রেকর্ডের হাতছানি
আর নিজেদের ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও, দ্বিতীয় টি-টোয়েন্টির দাপুটে জয়ে এ ম্যাচের আগে ফুরফুরে মেজাজে স্বাগতিকরা।
চলতি সিরিজের আগে টেস্ট ও ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হারিয়েছে টাইগাররা। তাছাড়া উইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি বাড়তি উদ্যম হয়ে কাজ করবে সাকিবদের জন্য।
শেষ পর্যন্ত যদি ক্যারিবীয়ানদের হারিয়ে সিরিজ জিততে পারে বাংলাদেশ, তাহলে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক লড়াইয়ে সবকয়টি ফরম্যাটের সিরিজ জয়ের রেকর্ড গড়বে টাইগাররা।
সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচের উইকেটেও স্পিনাররা পেতে পারেন বাড়তি সুবিধা। সন্ধ্যার পর শিশিরের প্রভাব নিশ্চিতভাবে দেখা যাবে ম্যাচে যার ফলে টস জিতে প্রথমে ফিল্ডিং করার দিকে নজর থাকবে উভয় দলের।
প্রথম দুই ম্যাচের মতো সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতেও তিন পেসারের পাশাপাশি দুই স্পিনার নিয়ে মাঠে নামতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাগতিকদের। আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনলে শেষ পর্যন্ত রুবেল হোসেনকে দেখা যেতে পারে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে। সেক্ষেত্রে সাইফউদ্দিনকে ছিটকে যেতে হতে পারে একাদশের বাইরে।