বিএনপি নেতা সান্টুর ফোনালাপ ফাঁস ‘আমি কিন্তু গুলি করে দেব’
সোমবার (২৪ ডিসেম্বর) বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুইপক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় ওই আসনের বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে বিরোধীপক্ষকে গুলি করার হুমকি দিয়ে নিজ নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিতে শোনা যায় তাকে।
ফোনালাপে সান্টু: এখন আর্মি আসছে, এখন আমি বের হবো। মুখোমুখি হলেই মারবো।
বিএনপিকর্মী: সেটাই সেটাই।
সান্টু: আমি ওসিকে বলছি, বানারিপাড়ায় আসবো। রাস্তা ক্লিয়ার করেন নইলে কিন্তু প্রতিহত করবো, আমি কিন্তু গুলি করে দেব। আমার সামনে যেটা পড়বে আমি গুলি করে দেব।
এর আগে, বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী-১ আসনে দলটির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অপর একটি ফোনালাপ প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যমে। এই ফোনালাপে শোনা যায়, নুরনবী চৌধুরী নামে দলীয় এক কর্মীকে লাঠি-বাঁশ নিয়ে প্রস্তুত থাকার নির্দেশনা দিচ্ছেন খোকন।
খোকন ও নুরনবীর ফোনালাপের কিছু অংশ তুলে ধরা হলো-
বিএনপি কর্মী নুরনবী চৌধুরী: নজরুলের পোলাপাইন এখানে ইয়ে করতেছে। আমি হয়তো কাল রাতে রওনা দিব।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন: কাল রওনা দেবে তো? কালকে বাঁশ-টাশ কেটে নিতে বলো। সব রেডি করতে বলো।
নুরনবী: আচ্ছা, ঠিক আছে।
খোকন: সাহেদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? সাহেদের সঙ্গে কথা বলিও ঠিক আছে?
নুরনবী: আচ্ছা ঠিক আছে।
খোকন: সে তো ডেনজারাস, হ্যাঁ।
নুরনবী: হ্যাঁ, তার সাথে যোগাযোগ করবো। আর রিয়াজও আছে, মঠখোলার রিয়াজ।
খোকন: হ্যাঁ। জাহাঙ্গীরের লোক আছে না?
নুরনবী: হ্যাঁ
খোকন: ডা. শিপনের সঙ্গে কথা বলবে, ঠিক আছে?
গত ১৫ ডিসেম্বর নোয়াখালীতে নির্বাচনী প্রচারণার সময় দু'পক্ষের সংঘর্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হন।