ভোট গ্রহণ শেষে সোমবার থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল
নির্বাচন উপলক্ষে সকল যান ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল করেছিল নির্বাচন কমিশন ।
কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর রোববার গভীর রাতেই শেষ হয়েছে ইসির নিষেধাজ্ঞার মেয়াদ। ফলে আজ সকাল থেকে রাজধানীসহ দেশের সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। পুরোদমে গাড়ি না চললেও সকাল থেকে কিছু বাস দেখা যাচ্ছে। তবে রিক্সা-সিএনজি দেখা যাচ্ছে বেশি।
তবে মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞার সময়সীমা এখনো চালু থাকায় অনুমোদিত ছাড়া অন্যগুলো এখনো চলতে পারছে না।
রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে সকল প্রকার নাশকতা ঠেকাতে তৎপর ছিল ইসি। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত ১টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত সবধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসি।