একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চমক দিয়েছেন তারকা প্রার্থীরা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ক্রীড়া ও সংস্কৃতি জগতের সাত তারকা। আওয়ামী লীগ থেকে ৬ জন ও বিএনপি থেকে ১ জন। নির্বাচনে প্রার্থী হয়ে সবচেয়ে বড়চমক দেন জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা। ধারাবাহিকভাবে দলের জয়ে নেতৃত্ব দেয়া এ অধিনায়ক নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে জিতেছেন ২ লাখ ৬৬ হাজার ভোটের বিশাল ব্যবধানে। বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি'র ফরিদুজ্জামান পেয়েছেন মাত্র ৮ হাজার ৬ ভোট।
প্রথম নির্বাচনে অংশ নিয়ে ক্রীড়া জগতের অপর দুই তারকা সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় এবং সাবেক ফুটবলার ও ব্যবসায়ী সালেম মুর্শেদীও জয় পেয়েছেন বিশাল ব্যবধানে। মুর্শেদী খুলনা- ৪ আসনে ও দুর্জয় মানিকগঞ্জ -১ আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন।
পিছিয়ে নেই সংস্কৃতি ও বিনোদন জগতের তারকারাও। বাকের ভাই খ্যাত জনপ্রিয় অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর
তৃতীয় বারের মতো নীলফামারী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দ্বিতীয়বারের মতো মানিকগঞ্জে - ২ আসন থেকে বড় ব্যবধানে জয় পেয়েছেন সংগীতশিল্পী মমতাজ বেগম। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক ফারুক জয় করেছেন ভোটারদের মন। ঢাকা- ১৭ আসনে ঐক্যফন্ট্রের প্রার্থী আন্দালিব রহমান পার্থকে হারিয়েছেন সোয়া লাখ ভোটের ব্যবধানে।
তবে বিএনপি থেকে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের কাছে হেরেছেন সংগীতশিল্পী কনক চাঁপা।