নতুন বছরে টাইগারদের পুরো ক্রিকেট সূচি
অন্যান্য বছরের মতোই নতুন বছরে (২০১৯ সাল) বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কিছু কর্মসূচি রয়েছে। তবে এবার বিশেষ আকর্ষণ হচ্ছে বিশ্বকাপ। ২০১৯ সালে বাংলাদেশ দলের পুরো সূচি দেখা নেয়া যাক।
ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল দিয়ে টাইগাররা বছরটা শুরু করবে। ফেব্রুয়ারিতে শুরু হবে আন্তর্জাতিক ব্যস্ততা। এ মাসেই হবে নিউজিল্যান্ড সফর। এরপর মে মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজ শেষ হতে হতেই বাংলাদেশ দলকে নামতে হবে বিশ্বকাপের মাঠে।
ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশকে টানা খেলতে হবে বিদেশের মাঠে। এর পরে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে অক্টোবর মাসে দুটি হোম সিরিজ। হোম সিরিজ দু’টি শেষ হবার পর আবার বিদেশে কঠিন পরীক্ষা।
ক্রিকেট দলের ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী, নভেম্বরে ভারত ও ডিসেম্বরে শ্রীলঙ্কায় যেতে হবে টাইগারদের। অর্থাৎ বাংলাদেশ দলকে বছরের ৮ মাসই বিদেশে কাটাতে হবে। বাংলাদেশ।
সময় প্রতিপক্ষ সিরিজ/টুর্নামেন্ট আয়োজক
ফেব্রুয়ারি–মার্চ নিউজিল্যান্ড ৩ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ
মে আয়ারল্যান্ড ও উইন্ডিজ আয়ারল্যান্ডে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশী সিরিজ
জুন–জুলাই ইংল্যান্ড বিশ্বকাপ ইংল্যান্ড বিশ্বকাপ
অক্টোবর অস্ট্রেলিয়া ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া
অক্টোবর আফগানিস্তান ১ টেস্ট ও ২ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আফগানরা
নভেম্বর ভারত ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলতে ভারতে যাবে বাংলাদেশ
ডিসেম্বর শ্রীলঙ্কা ৩ ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ