সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে মিলাদ ও দোয়া ॥ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী স্থগিত
নারায়ণগঞ্জ প্রতনিধিি
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামীম ওসমান ও কেন্দ্রীয় নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী সহ সকল কার্যক্রম স্থগিত করা হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার বিকেল ৪টায় সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মহানগর ছাত্রলীগের সভাপতি ও তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদের সভাপতিত্বে মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ তথ্য গবেষনা সম্পাদক তামীম ইসলাম জয়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান নান্নু, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ তপন, শুভ রায়, কাউছার, সাদ্দাম, লিয়ন, সুমিত, শামীম, রাজিব সাহা, অর্পন প্রধান, মেহেদি, ফরহাদ, জীবন, অনিক, জিতু, নির্জন, হাবিব, সজল, আসিফ, রহমান, বাবু, রিফাত, মুক্তি, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা প্রান্ত, শামীম, মামুন, মুরাদ, সজিব, আনোয়ার, তোলারাম কলেজ ছাত্র সংসদ এর ফাহিম, পিয়াস, তোফা, শাহিন, মোস্তাফিজ, জলিল, খুশবু প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের ইমাম আব্দুল মমিন।
উল্লেখ্য, সৈয়দ আশরাফুল ইসলাম তার ছাত্র ও রাজনৈতিক জীবন তথা মন্ত্রীত্ব থাকাকালীন সময়ে সততা ও নিষ্ঠার সাথে নিরলসভাবে সুবিধা বঞ্চিত মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার শুন্যতা কখনো পূরণ হবার নয়।