ক্রোনী গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নারায়ণগঞ্জ প্রতনিধি
নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্রোনী গ্রুপের শ্রমিকরা। শনিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে শ্রমিকরা।
আসলাম সানির মালিকানাধীন ক্রোনী গ্রুপের অবন্তী কালার গার্মেন্টে বেশ কিছুদিন ধরেই শ্রমিক অসন্তোষ চলছে। সরকারি গেজেট অনুযায়ি মুজুরি না দেওয়ার কারনে অসন্তোষ দেখা দেয় শ্রমিকদের মধ্যে।
ন্যায্য মজুরি চাইলেই মালিক পক্ষ বহিরাগতদের দিয়ে শ্রমিকদের উপর নির্যাতন চালায়। এ অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মবিরতি করে। এসময় তারা ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সেখানে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপরই শ্রমিকেরা বিসিকে প্রবেশ করে ক্রোণী গ্রুপের একটি ফ্যাক্টরিতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে।
নারী শ্রমিকদের দাবি, ন্যায্য মজুরি দাবি করায় পুলিশের সহযোগিতায় বহিরাগত সন্ত্রাসীরা ফ্যাক্টরিতে ঢুকে নারী শ্রমিকদের উপর নির্যাতন চালায়।
বৃহস্পতিবারের ঐ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শ্রমিকরা। পরে প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে।