দেশের দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান সিটি গ্রুপ।
সিটি ইকোনমিক জোনের সফলতার পর এবার দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান সিটি গ্রুপ। মুন্সিগঞ্জের গজারিয়ায় ১শ' ৮ একর জায়গার উপর স্থাপিত নতুন এ শিল্পাঞ্চলের নাম দেয়া হয়েছে হোসেন্দী ইকোনমিক জোন।
সোমবার (৭ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) উদ্যোগে প্রাক যোগ্যতাপত্র প্রদান করা হয়। প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে নতুন এ শিল্প অঞ্চলে সিমেন্ট, লবন, সিরামিক, শীপ বিল্ডিংসহ বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করা হবে।
এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যবস্থাসহ প্রায় ১৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, গ্যাস-বিদ্যুৎ সরবরাহে দক্ষতা বাড়ায় দেশে শিল্প কারখানা স্থাপন এখন অনেক সহজ।
তিনি বলেন, 'শিল্প কারখানা গড়ে তুলতে কোথাও কোনো বাধা বিপত্তি নেই। ব্যাংক থেকে ঋণ পাওয়া যাচ্ছে। গ্যাস-বিদ্যুৎ সরবারহ বাড়ছে। রাস্তা পাওয়া যাচ্ছে, পুলিশের ক্যাম্প পাওয়া যাচ্ছে। এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে এই দেশে শিল্প কারখানা হবে। দেশ এগিয়ে যাবে।'
বিদেশি উদ্যোক্তাদের জন্যেও বিশেষ ব্যবস্থা রাখতে অঞ্চল প্রাপ্তদের প্রতি আহ্বান জানান বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।