মৃত গরুর মাংস বিক্রয় করার অভিযোগে ৩ জন আটক!
মহসিন মোল্যা,মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরা মহম্মদপুর সদর বাজারে আজ ৯ ডিসেম্বর বুধবার সকালে মৃত গরু জবাই করে মাংস বিক্রয় করার সময় ৩ জনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায় যে মাংস ব্যবসায়ীরা অনেক দিন ধরে অল্প টাকায় মৃত গরু ক্রয় করে এনে জবাই করে মাংস বানিয়ে বিক্রয় করে আসছে।
মৃত গরু জবাই ও মাংস বিক্রয় করার অপরাধে জাহিদুল ইসলাম (৩৫),রাকিব উদ্দিন (১৯) এবং সাকিব (২০) নামে ৩ জনকে ৬ মাসের জেল ও ১০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফুর রহমান।
অভিযুক্ত জাহিদুল ইসলাম উপজেলা সদরের আমজাদ খান এর ছেলে এবং রাকিব ও সাকিব একই এলাকার সাহেব আলীর ছেলে বলে জানা যায় ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় যে,সকালে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ আসে যে মহম্মদপুর উপজেলা সদরে মৃত গরুর মাংস বিক্রয় হচ্ছে।তিনি তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি দোকান থেকে ৫ কেজি মাংস জব্দ করেন এবং মাংসের মান পরীক্ষা করে দেখেন যে ঘটনা সত্য।পরে বিক্রেতা সহ এর সাথে জড়িত ৩ জনকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের জেল ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এসময় উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডা: মানোবেন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন ।