গাংনীতে জেলা গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত
এম এ লিংকন,মেহেরপুর
গাংনীতে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার বিকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন মহিলা সংগঠন থেকে আগত ৮০ জন মহিলা সদস্যদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন,সাংবাদিক আমিরুল ইসলাম প্রমুখ। সমাবেশে অতিথীরা বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী ১০ টি বিশেষ উদ্যোগের মধ্যে একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন,ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ছাড়াও মাদকের ভয়াবহতা দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস বিরোধী কার্যক্রম,তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, জেন্ডার সমতা নিশ্চিতকরণ,জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য সমূহ তুলে ধরে বক্তব্য রাখেন। এসব উন্নয়নের কার্যক্রম সমাজের মহিলাদের মাঝে প্রচার করার জন্য মহিলা সদস্যাদের আহবান জানানো হয়।