প্রধানমন্ত্রীর নির্দেশে পোশাক শ্রমিকদের মজুরি কাঠামোর ৩, ৪ ও ৫ নম্বর গ্রেড সমন্বয় করেছে শ্রম মন্ত্রণালয়।
রোববার (১৩ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের বিষয় বিবেচনায় নিয়ে সরকার ত্রিপক্ষীয় মজুরি সমন্বয় কমিটি গঠন করে। সবার ঐক্যমতের ভিত্তিতে ৩, ৪, ও ৫ নম্বর গ্রেডে মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর সঙ্গে ১ এবং ২ নম্বর গ্রেডের মজুরি সমন্বয়েরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে প্রতিটি গ্রেডেই শ্রমিকদের মজুরি যৌক্তিক হারে বেড়েছে। এদিকে, সব কারখানা খুলে দেয়ার ঘোষণা দিয়েছে মালিকপক্ষ।
পোশাক শ্রমিকদের বেতন কাঠামো সমন্বয়ের প্রস্তাবে সপ্তম গ্রেডে ২৭০০ টাকা, ৬ষ্ঠ গ্রেডে ২৭৪২ টাকা, ৫ম গ্রেডে ২৮৩৩ টাকা, ৪র্থ গ্রেডে ২৯২৭ টাকা, তৃতীয় গ্রেডে ৩০৪০ টাকা, দ্বিতীয় গ্রেডে ৪৫১৬ টাকা ও প্রথম গ্রেডে বেড়েছে ৫২৫৭ টাকা।