সাগরে মাছ ধরতে গিয়ে গত ২৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন কক্সবাজারের ১৪ জন জেলে।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাট থেকে এফভি রিফাত নামের একটি ট্রলারে করে সাগরে মাছ ধরতে যান ১৪ জন জেলে। সাধারণত মাছ ধরতে যাওয়া এসব ট্রলার ১০ থেকে ১২ দিনের মধ্যে ফিরে আসে। কিন্তু এরই মধ্যে ২৬ দিন পেরিয়ে গেলেও ফিরে আসেননি নিখোঁজ জেলেরা।
দীর্ঘদিন ধরে ফিরে না আসায় চরম শঙ্কায় দিন কাটছে তাদের স্বজনদের। জেলেদের ফিরে পেতে ট্রলার মালিকের কাছে বারবার ধর্না দিয়েও কোন সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।
স্বজনরা বলেন, 'কোম্পানির কাছে গিয়েছিলাম। তারা কোন গুরুত্ব দিচ্ছে না। সরকারের কাছে দাবি তাদের আমরা ফেরত চাই।'
নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সহায়তা চান জেলা ফিশিং বোট মালিক সমিতির এই নেতা।
জেলা ফিশিং বোট মালিক সমিতি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন বলেন,' বিভিন্ন ট্রলারের মাধ্যমে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। নৌবাহিনী এবং কোস্টগার্ডকে বাংলাদেশের জলসীমায় খোঁজার জন্যে অনুরোধ করছি।'
অবশ্য জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া মাত্র নিখোঁজ জেলেদের অনুসন্ধানে কাজ করছে পুলিশ। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, 'আমরা অভিযোগ পেয়েছি। যাচাই বাছাই হচ্ছে এই বিষয়ে। আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি।'
ট্রলারটির মালিক কক্সবাজার শহরের মধ্যম নুনিয়ারছড়া এলাকার আব্দুল কাইয়ুম। জেলেদের নিখোঁজ থাকার বিষয়ে শুক্রবার কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে জেলা ফিশিং বোট মালিক সমিতি।