বিপিএলের চলতি আসরের যতো সেঞ্চুরি
বিপিএলের চলতি আসরের শুরুতে উইকেট নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছিলো। ব্যাটসম্যানরা রান পাচ্ছিলেন না। কিন্তু সেই পরিস্থিতি কেটে গেছে। ঢাকায় প্রথম পর্বের পর সিলেট পর্বের বেশিরভাগ ম্যাচেই বড় স্কোর হয়েছে। সিলেট থেকে ঢাকা ঘুরে বিপিএল এখন চট্টগ্রামে। এ পর্যায়ে এসে রানের ফোয়ারা ছুটছে। ষষ্ঠ আসরের ২৩তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পায় বিপিএল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান রাজশাহী কিংসের ইংলিশ ব্যাটসম্যান ল্যরি ইভান্স। এরপর চিটাগং ভাইকিংসের বিপক্ষে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি করেন রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস এবং রাইলি রুশো। আর আজ (সোমবার) খুলনা টাইটান্সের বিপক্ষে আসরের চতুর্থ শতক হাঁকালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এভিন লুইস।
বিপিএলের এক আসরে চারটি সেঞ্চুরি হয়েছে এর আগে একবার, ২০১২ সালে প্রথম আসরে। এরপর ২০১৩ সালে ৩টি, ২০১৫ সালে ১টি, ২০১৬ সালে ১টি এবং সবশেষ ২০১৭ সালে ৩টি সেঞ্চুরি হয়।
বিপিএলে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে মোট ১৬টি। যার মধ্যে ৫টিই ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের। এছাড়া গেইলের স্বদেশী এভিন লুইসের ২টি, ডুয়াইন স্মিথ, এবং জনসন চার্লসের একটি করে সেঞ্চুরি আছে বিপিএলে। বাংলাদেশিদের মধ্যে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল এবং সাব্বির রহমান। এছাড়া পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদেরও একটি সেঞ্চুরি আছে বিপিএলে।
বিপিএলে সেঞ্চুরির তালিকা