জয়পুরহাটে র্যাবের অভিযানে মাদক সহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
নিরেন দাস, জয়পুরহাট
জয়পুরহাটে ৪২ বোতল ফেন্সিডিল ও ১১ বোতল বিদেশী মদসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার বিকেল সন্ধা সাড়ে ৬ টার দিকে জেলা সদর উপজেলার ভানাইকুঁশলিয়া এলাকায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার সদর উপজেলার ভানাইকুঁশলিয়া গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে (১) মোঃ সোহেল (৩৫) ও মৃতঃ- কাজেম প্রামাণিক এর ছেলে (২) মোঃ সামসুল প্রামাণিক (৪০)। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ- আজমল হোসেন চ্যানেল ফোর টিভিকে জানান,
সিপিসি-(৩) জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের একটি অপারেশনাল দল ভানাইকুঁশলিয়া এলাকায় মাকদ বিরোধী অভিযান চালিয়ে উক্ত এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ও সামসুল কে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলেন।
তিনি আরাও বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা অনেক দিন থেকে বিভিন্ন নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও বিদেশী মদ পাশর্বর্তী দেশ ভারত থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট পাইকারি বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করে তারা।