সাতক্ষীরার বিভিন্ন স্কুলে বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার উদ্বোধন
হেলাল উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার ও এসডিজি কর্নার উদ্বোধন করার লক্ষ্যে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার ও এসডিজি কর্নার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন ও ফলক উন্মোচনের করে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার ও এসডিজি কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এসময় তিনি বলেন, ‘বাঙালীর গৌরব উজ্জল ইতিহাসের সাথে আজকের শিক্ষার্থীদের পরিচিতি করাতে হবে।
যাতে তারা ইতিহাসের প্রতি সুবিচার করতে পারে। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুর্দ্ধ করতে হবে। তাহলে এই উদ্যোগের তাৎপর্য় উপলব্ধি করবে এবং শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সমৃদ্ধি বিকাশে সক্রিয় ভুমিকা রাখবে। শিক্ষার্থীরা আত্ম প্রত্যয়ে, কর্ম ও অধ্যাবসয়ের হাত ধরে এগিয়ে যাবে শেকড় থেকে শিখরে।
’এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, জেলা শিক্ষা অফিসার ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহসহ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলভার জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সীমান্ত কলেজ ও আগরদাঁড়ি কামিল মাদ্রাসায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার ও এসডিজি কর্নার উদ্বোধন করা হয়েছে।