বেনাপোল বন্দরে অরক্ষিত কোটি টাকার গাড়ী
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।
যশোরের বেনাপোল বন্দরের খোলা আকাশের নিচে অযত্মে অবহেলায় নিরাপত্তাহীনভাবে পড়ে রয়েছে কোটি কোটি টাকার আমদানিকৃত গাড়ি।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ভারত সীমান্তবর্তী বন্দরের সাথে বাংলাদেশি হাজার হাজার আমদানিকৃত গাড়ি পড়ে রয়েছে। সেখানে নেই কোনো নিরাপত্তাকর্মী। ফাঁকা মাঠে খোলা আকাশের নিচে গাড়িগুলো রয়েছে। যেখানে গাড়ির টায়ার টিউবসহ অন্যান্য যন্ত্রাংশ চুরি হওয়ার ভয় রয়েছে। দিনের বেলায়ও যদি এখান থেকে গাড়ির যন্ত্রাংশ খুলে নেয় তাহলে দেখার কেউ নেই। তবে একটি সূত্র জানায়, এখানে বন্দরের নিরাপত্তাকর্মীরা আছে। তারা রাতে ঠিকমতো দায়িত্ব পালন করেন।
বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী আব্দুল মুন্নাফ বলেন, বেনাপোল বন্দরে জায়গা সংকটের কারণে সম্প্রতি এখানে ২৫ একর জমি বেনাপোল বন্দর অধিগ্রহণ করেছেন। আর আমদানিকৃত গাড়ি এখানে রাখা হচ্ছে। তবে এখানে চারিপাশে প্রাচীর অথবা তারকাটার বেড়া এবং উপরে ছাউনির ব্যবস্থা করলে নিরাপত্তা ব্যবস্থা ও সুসংগঠিত থাকতো।
বেনাপোল বন্দরের শেড ইনচার্জ এনামুল হক বলেন, সবেমাত্র জমি অধিগ্রহণ করা হয়েছে। বেনাপোল বন্দরে জায়গা কম। তাই এখানে রাখা হয়েছে আমদানিকৃত গাড়ি। পরে এটাকে কিভাবে উন্নতি করা যায় তা কর্তৃপক্ষ ভেবে দেখবে।
ঢাকার আমদানিকারক লুনা ট্রেডিংয়ের মালিক মনিরুজ্জামান বলেন, বেনাপোল বন্দর জায়গা অধিগ্রহণ করলে সেই জায়গার রক্ষণাবেক্ষণের দায়িত্বে তেমন নিরাপত্তা ব্যবস্থা নেই। যেহেতু ভারতসংলগ্ন বন্দরের সাথে সেহেতু এখানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং ভারতের মতো চারিপাশে তারকাটা ও সীমানা প্রাচারীর ব্যবস্থা করতে হবে।