মাগুরা ৪ উপজেলার আওয়ামীলীগের প্রাথমিক প্রার্থী চূড়ান্ত
মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।
মাগুরার ৪টি উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের প্রাথমিক তালিকা চুড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক তালিকা যাচাই বাঁছাই শেষে তিন জন করে প্রার্থী নির্বাচনের পর কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডে উপস্থাপন করা হয়েছে বলে মাগুরা জেলা আওয়ামীলীগের একটি সূত্র জানিয়েছে।
সূত্রমতে, মাগুরায় ৪টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ৪ ডজন প্রার্থী আবেদন জানিয়েছেন। এর মধ্যে প্রতি উপজেলার জন্য ৩ জন করে প্রার্থী নির্বাচন সম্পন্ন করে নির্বাচনী বোর্ডে জমা দেয়া হয়েছে।
মাগুরা জেলা আওয়ামীলীগের একটি সূত্রে জানা গেছে,সদর উপজেলায় মোট ১৭ জন,শ্রীপুর উপজেলায় ১৩ জন,শালিখা উপজেলায় ১১ জন এবং মহম্মদপুর উপজেলায় মোট ৭ প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্যে আবেদন জানিয়েছেন।
মাগুরা সদর উপজেলা পরিষদে দলীয় মনোনয়ন পেতে যারা আবেদন করেছেন তারা হচ্ছেন,আফম আবদুল ফাত্তাহ,মুন্সী রেজাউল হক,আবু নাসির বাবলু,সোহেল পারভেজ দ্বীপ,এড. শাখারুল ইসলাম শাকিল,অধ্যাপক মাজেদুল ইসলাম ঝন্টু, মোস্তাফিজুর রহমান স্বপন,রানা আমির ওসমান,জাহিদুর রেজা চন্দন,আশরাফুল আলম বাবুল ফকির,আনিসুর রহমান খোকন,এনামুল হক হিরক,মইনুল ইসলাম পলাশ,মীর রওনক হোসেন,মীর আবদুল কুদ্দুস,নুরুল আলম খান এবং পল্লব কুমার দে কাজল।
অন্যদিকে শালিখা উপজেলার প্রার্থীরা হলেন,এড. কামাল হোসেন,এড. শ্যামল কুমার দে,বাসুদেব কুণ্ডু,ইলিয়াসুর রহমান, আবদুল হালিম মোল্যা,রাম মোহন দে মণ্ডল,নির্মল কুমার বিশ্বাস,আনোয়ার হোসেন ঝন্টু,রেজাউল ইসলাম,সাব্বির হোসেন বিপ্লব এবং মোঃ মোজাম্মেল হক।
মহম্মদপুর উপজেলার উল্লেখযোগ্য প্রার্থিরা হলেন,এস,কে নুরুজ্জামান, এ্যাড. আবদুল মান্নান,জাফর সাদিক,সাজিদুর রহমান সংগ্রাম,কামরুল ইসলাম,এ্যাড. তরিকুল ইসলাম তারা এবং মফিজুর রহমান মিনা।
জেলার শ্রীপুর উপজেলার মোট ১৩ প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, কুতুবুল্লাহ হোসেন মিয়া,এ্যাড.রাশেদ মাহমুদ শাহীন,আশা খন্দকার,হুমাউনুর রশিদ মুহিত,মশিউর রহমান,পঙ্কজ সাহা, আবদুল হালিম এবং জাকির হোসেন কানন।
মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন,সবকটি উপজেলার প্রার্থীদের তালিকা ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডে উপস্থাপন করা হয়েছে।সেখান থেকেই স্ব-স্ব উপজেলার প্রার্থী চুড়ান্ত করা হবে।