বেনাপোলে স্বর্ণের বার সহ চোরাকারবারি আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।
যশোরের বেনাপোল সীমান্তে ভারতে পাচারের সময় ১৭টি স্বর্ণের বার সহ শাহাবুদ্দিন সরদার নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি।
মঙ্গলবার দুপুরের সময় সীমান্তের পুটখালি এলাকা থেকে এ স্বর্নসহ তাকে আটক করে বিজিবি।আটক শাহাবুদ্দিন সরদার বেনাপোল পুটখালি গ্রামের মোবারক সরদারের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল ইমরান উল্লাহ খান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়,
স্বর্ণ চোরাকারবারীর এক সদস্য বিপুল পরিমান স্বর্ণের চালান নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মটর সাইকেল সহ শাহাবুদ্দিন সরদার নামে একজনকে আটক করা হয়। পরে তার মটর সাইকেল খুলে সেলফ মটরের ভিতর থেকে ১৭ টি স্বর্নের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বার গুলি কাষ্টমস হাউসে ও আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা
হয়েছে তিনি জানান।