বেনাপোলে বিপুল পরিমাণ চন্দন কাঠ জব্দ
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০ কেজি চন্দন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড( বিজিবি) সদস্যরা।তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি ।
বুধবার সকাল ১০ টার সময় সীমান্তের সাদিপুর থেকে এ চন্দন কাঠ জব্দ করে বিজিবি।
যার মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
আইসিপি ক্যাম্প কমান্ডার ইমরান উল্লাহ সরকার জানান, বুধবার সকাল ১০ টার সময় গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান চন্দন কাঠ এনে যশোর নেওয়া জন্য সাদিপুর সীমান্তের বেলতলা নামক স্থানে অবস্থান করছে ।এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি(প্রায় ৫ লক্ষ মুল্যের) চন্দন কাঠ জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যেতে সক্ষম হয়।
জব্দকৃত চন্দন কাঠ বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা ।