হাতীবান্ধায় ন্যাশনাল সার্ভিস কর্মসুচী জাতীয়করণের দাবীতে মানববন্ধন
লালমনিরহাট প্রতিনিধি
সরকারের ঘরে ঘরে চাকুরী কর্মসূচী বাস্তবায়নের জন্য লালমনিরহাটের হাতীবান্ধায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সুবিধা ভোগীদের চাকুরী জাতীয় কারণের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্বারক লিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার জেলার হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে মানববন্ধন শেষে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন সুবিধা ভোগীরা। এ সময় তারা জানান, প্রথমত আমাদের সরকার ২ বছরের জন্য নিয়োগ দিয়ে বেকার জীবন থেকে মুক্তি দেয়।
কিন্তু দুই বছর অতিবাহিত হওয়ার পর আমরা আবারও বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। তাই আমাদের চাকুরী জাতীয় করণের দাবীতে এ মানববন্ধন। এ সময় বক্তব্য রাখেন, ন্যাশনাল সার্ভিস সুবিধা ভোগী কমিটি’র আহবায়ক আনোয়ার হোসেন মিরু, যুগ্ন আহবায়ক জাকির হোসেন জিন্নাহ, সদস্য আমির হোসেন, নাসরিন বেগম, আঞ্জুয়ারা বেগম ও শহিদুল ইসলাম।