১৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে কমিশন বৈঠক শেষে ইসি সচিবালয়ে তফসিল ঘোষণা করেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন বলেন, ইভিএম ব্যবহার করার চিন্তা ধারা হয়েছিল। যেহেতু প্রথম পর্যায়ে বিধিমালা প্রণয়ন করা সম্ভব হয়নি। এবং এটাতে করা হবে কিনা নির্বাচন কমিশন এখন পর্যন্ত সিদ্ধান্ত দেয়নি। যদি সিদ্ধান্ত দেওয়া হয়, আমরা সেভাবে প্রস্তুতি নিবো। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলা পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নে দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি, এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি।