ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির আশ্বাস অর্থমন্ত্রীর
আর কোনো আশ্বাস নয় ব্যবসায় পরিবেশ উন্নয়নে এবার সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চান ব্যাবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে অর্থমন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠকে এমন দাবি জানিয়েছেন তারা।
এদিকে, ব্যবসার পরিবেশ উন্নয়নে অতীতের আশ্বাস এবার বাস্তবে রুপ নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ব্যাংক ঋণের সুদ কমানো, কর কাঠামোর জটিলতা দুর করাসহ দ্রুততম সময়ের মধ্যে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির আশ্বাস দিয়েছেন তিনি।
দেশে ব্যবসা পরিবেশ উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও ব্যবসায়ী নেতাদের নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ বৈঠক করেন অর্থমন্ত্রী।
বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে- ব্যাংকের উচ্চ সুদ হার, দ্বৈত কর ব্যবস্থা, কর কাঠামোর জটিলতাসহ বিভিন্ন অবকাঠামোগত প্রতিবন্ধকতা তুলে ধরা হয়। এতোদিনেও কার্যকর ওয়ানস্টপ সার্ভিস চালু না হওয়ার হতাশা ব্যক্ত করেন তারা। এ অবস্থায় ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের আশ্বাস দেন অর্থমন্ত্রী।
তবে অতীতে এমন আশ্বাস বাস্তবায়ন না হওয়ার ধারাবাহিকতা এবার থাকবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অর্থমন্ত্রী জানান, ব্যাংক ঋণের সুদ কমানোর জন্য বিশেষ অডিট চালু করা হচ্ছে।
ব্যবসা ও জনবান্ধব করতে কর কাঠামোতেও কিছু সংস্কার আনা হচ্ছে— ওয়ানস্টপ সার্ভিস চালুর বিষয়েও প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন সব মিলিয়ে আগামীতে ব্যবসা বাণিজ্যের বৈশ্বিক সূচকেও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একই ইস্যু নিয়ে খাত ভিত্তিক বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলাদাভাবে আলোচনা করবে অর্থমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো।