ওস্তাদের মার শেষ রাতে- প্রচলিত কথাটাকে সত্যি প্রমাণ করলেন তামিম ইকবাল।
পুরো আসরে যেমন তেমন বিপিএলের ফাইনালে এসে খেল দেখালেন তামিম ইকবাল। মাশরাফি-সাকিবরা শিরোপা জিতেছেন। তাই একটা শিরোপার আক্ষেপ দেশসেরা এই ওপেনারের।
আক্ষেপ পূরণে নিজের সেরাটাই দিয়েছেন। বিপিএলে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন। দলকে এনে দিয়েছেন ১৯৯ রানের বিশাল সংগ্রহ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি কুমিল্লার। শুরুতেই দারুণ ফর্মে থাকা এভিন লুইসকে ফেরান রুবেল হোসেন। এরপর এনামুল হককে সঙ্গে নিয়ে প্রাথমিক চাপ সামাল দেয়ার পর শেষ দিকে ঝড় তুলে ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পাশাপাশি দলকে বিশাল সংগ্রহ এনে দেন। এখন কাজটা বোলারদের।
স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৯৯/৩ (২০)
তামিম ইকবাল ১৪১* (৬১)
এভিন লুইস ৬ (৭)
এনামুল হক ২৪ (৩০)
ইমরুল কায়েস ১৭* (২১)
বোলার:
আন্দ্রে রাসেল ৪-০-৩৭-০
রুবেল হোসেন ৪-০৪৮-১
সাকিব আল হাসান ৪-০-৪৫-১
সুনিল নারিন ৪-০-১৮-০
কাজী অনিক ২-০-১৯-০
শুভাগত হোম ১-০-১৪-০
মাহমুদুল হাসান ১-০-১২-০