কুড়িগ্রাম ভিটামিন ‘এ’ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
সারাদেশের ন্যায় কুড়িগ্রাম ভিটামিন ‘এ’ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিভিল সার্জন ডা.এসএম আমিনুল ইসলাম,জেনারেল হাসপাতালের ত্বত্তাবধায়ক ডা.আনোয়ারুল হক প্রমাণিক, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. নজরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যড.আহসান হাবীব নীলু প্রমুখ।
জেলার ৯টি উপজেলায় ভিটামিন ‘এ’ক্যাপসুল ক্যাম্পেইনে ৬-১১মাস বয়সি শিশু ৩৫হাজার ১৫২জন এবং ১২-৫৯মাস বয়সি শিশু ২লাখ ৯২হাজার ৯৪০জন ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। ক্যাম্পেইন সফল করতে ১৮৭৮টি কেন্দ্রে সুপার ভাইজার ২২৮জন, স্বাস্থ্য কর্মী ৪৪৮জন, পরিবার পরিকল্পনা কর্মী ২৩৮জন এবং স্বেচ্ছাসেবক কর্মী ৩হাজার ৭৫৬জন কাজ করছে।