গাংনীর সড়কে ইট ভাটার তান্ডব পৃথক সড়ক দূর্ঘটনায় ৫ জন আহত
মেহেরপুর
মেহেরপুরের গাংনীতে পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৫জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতরা হলেন-গাংনী উপজেলার ধানখোলা গ্রামের সবদেল মন্ডলের ছেলে আলতাফ হোসেন (৫৫), বাঁশবাড়ীয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে বদিউজ্জামান (২৫), একই গ্রামের আলিমউদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৪৫), হাড়াভাঙ্গা গ্রামের মখলেছুর রহমানের কলেজ পড়–য়া ছেরে তামিম (২২) ও চৌগাছা গ্রামের আলহামদুর ছেলে গালিব (১৫)।এদের মধ্যে ধানখোলা গ্রামের আলতাফ হোসেনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আজ শনিবার (৯ ফেব্রয়ারী-২০১৯ ইং) সকাল ৯টা থেকে ১১ পর্যন্ত গাংনী উপজেলার ধানখোলা-গাংনী,হাড়িয়াদহ-পূর্বমালসাদহ, গাংনী-সাাহারবাটি, গাংনী-মেহেরপুর সড়কের পোড়াপাড়া-গাঁড়াডোব নামক স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় এরা গুরুতর জখম হয়। আহতরা মোটরসাইকেল যোগে সড়কে চলাচলের সময় ইটভাটার কারণে কর্দমাক্ত রাস্তায় এসব দূঘটনার কবলে পড়েন। স্থানীয়রা জানান,শুক্রবার রাতে বৈরি আবহাওয়ার কারণে গুড়ি-গুড়ি বৃষ্টিপাত হয়।
এতে উপজেলার বিভিন্ন সড়কে ইটভাটার মাটি বহনকারী ট্রলারের মাটি রাস্তায় পড়ে থাকে। এ রাস্তাগুলো কাঁদাযুক্ত ও পিচ্ছিল হওয়ায় মোটর সাইকেল তথা যানবাহন চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। রাস্তায় কাঁদার কারণে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়।
আহতদের মধ্যে আলতাফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ব্যাপারে মেহেরপুর -২ গাংনী আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন বলেন, ইটভাটার কারণে মোটরসাইকেল চালক বা যানবাহন চালকরা ঝুঁকি নিয়ে রাস্তায় গাড়ি চালাবে , সড়ক দূঘটনা ঘটবে ,এটা আমাদের কাম্য নয়। প্রশাসনের মাধ্যমে ইটভাটা মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হবে।