LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শুক্রবার| ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

নান্দনিক ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ক বুনো জীবজন্তুর সমাহারে জীবন্ত হয়ে উঠেছে।



নান্দনিক ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ক বুনো জীবজন্তুর সমাহারে জীবন্ত হয়ে উঠেছে। প্রতিদিন ভিড় করছেন অগণিত দেশি-বিদেশি পর্যটক। তারা দর্শন করছেন হরেক রকম বন্য জন্তু আর পাখ-পাখালি- দুর্লভ গাছপালা।

কক্সবাজার জেলা সদর হতে উত্তরে চকরিয়া উপজেলায় পার্কটির অবস্থান। কক্সবাজার থেকে দূরত্ব ৫০ কিলোমিটার। আর চকরিয়া সদর হতে দক্ষিণ পথে দূরত্ব ১০ কিলোমিটার। এ পার্কের আয়তন ৯০০ হেক্টর। এখানে পর্যটকরা বুনো জীবজন্তুর অবাধ চলাফেরা উপভোগ করতে পারছেন।

পার্কে রয়েছে তথ্য শিক্ষা কেন্দ্র, প্রাকৃতিক ঐতিহাসিক জাদুঘর, পরিদর্শন টাওয়ার এবং বিশ্রামাগার। অনেকেই মনে করেন, কক্সবাজার বেড়াতে এলে এই সাফারি পার্ক ভ্রমণ না করলে প্রকৃত আনন্দ থেকেই বঞ্চিত হতে হয়। কারণ নগরায়ণের যুগে সবুজ শ্যামল গাছপালার ভিতর মুক্তভাবে বিচরণশীল প্রাণীর সমাহার দেখতে না পারাটা দুর্ভাগ্য ছাড়া কিছু নয়। 

সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, পার্কটি ১৯৮০-৮১ সালে হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে চালু হয়েছিল। বর্তমানে এটিকে জীববৈচিত্র্য সংরক্ষণে বুনো জীবজন্তুর নির্ভয় আবাসস্থল হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে বণ্যপ্রাণীদের প্রাকৃতিক পরিবেশে প্রতিপালন করা হয়। সে কারণে দেশি-বিদেশি বন্য প্রাণীগুলো বংশবৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ পাচ্ছে।

আর পর্যটকরাও স্রেফ পায়ে হেঁটে বা যানবাহনে চড়ে দেখতে পারছেন। কর্তৃপক্ষ টিকিটের বিনিময়ে শিক্ষা, গবেষণা ও চিত্তবিনোদনের সুযোগ করে দিয়েছে।  দেখা গেছে, নির্জন উঁচু-নিচু টিলা, প্রবহমান ছড়া, হ্রদ, প্রাকৃতিক বৃক্ষ, চিরসবুজ বনের সঙ্গে জানা-অজানা গাছ-গাছালি, ফল-ভেষজ উদ্ভিদ, লতা-পাতার ঘন আচ্ছাদনে গড়ে উঠেছে এই সাফারি পার্ক।

ভিতরে রয়েছে ছায়াঘেরা পথ, সবুজ বনানী, গাছের সারি, পাখির কিচিরমিচির আর বানরের বিচরণ। সব কিছু মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। প্রধান ফটকের বাম পাশে রয়েছে ডিসপ্লে ম্যাপ। অনায়াসে বাঘ-সিংহসহ অন্যান্য প্রাণী পর্যবেক্ষণ করার জন্য রয়েছে পর্যবেক্ষণ টাওয়ার। আছে পার্কের নিজস্ব পরিবহন ব্যবস্থা। যে কেউ চাইলেই বাসে করে ঘুরে ঘুরে পুরো পার্ক দেখতে পারছেন।

এই পার্কে বন্যপ্রাণীর মধ্যে রয়েছে বাঘ, সিংহ, হাতি, ভালুক, গয়াল, কুমির, জলহস্তী, মায়া হরিণ, সাম্বা হরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণ, মিঠা ও  নোনা পানির কুমিরসহ পাখ-পাখালির সমাহার। পথের ধারে উঁচু ওয়াচ টাওয়ারে উঠে যে কেউ দেখতে পারবেন পুরো পার্কের সীমানা পর্যন্ত। উপভোগ করতে পারবেন অপার সৌন্দর্য।

পার্কের চারদিকেই রয়েছে বেষ্টনী। ফলে বন্যপ্রাণীর বাইরে যাওয়ার সুযোগ নেই। আবার পার্কের ভিতরেও অভ্যন্তরীণ বেষ্টনী রয়েছে। এই বেষ্টনীর ভিতরেই বাঘ, সিংহ ও তৃণভোজী প্রাণীর বিচরণ। এরা পুরো প্রাকৃতিক পরিবেশে বসবাস করছে। পার্কজুড়েই রয়েছে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য।

এ ছাড়া পার্ক দর্শনের জন্য মিনিবাসের ব্যবস্থা আছে। মাঝে মধ্যে এ ব্যবস্থা বিনা অজুহাতে বন্ধ থাকে। ভিতরে রয়েছে দর্শনীয় বাংলো। প্রবেশ মূল্য : ২০ টাকা প্রবেশ ফি গুনতে হবে দর্শনার্থীদের। তবে শিক্ষার্থীদের জন্য ১০ টাকা ও বিদেশিদের জন্য ৫০ টাকা। রয়েছে ২০ টাকায় গাড়ি পার্কিং ব্যবস্থা।


1