জয়পুরহাটে রাফি হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত
নিরেন দাস (চ্যানেল ফোর) জয়পুরহাট, রিপোর্টার।
সাহসী প্রতিবাদকারী ফেনীর সোনাগাজী ইসলামী সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী নূসরাত জাহান রাফিকে হত্যার হুকুমদাতা, হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারীদের বিচারের মাধ্যমে দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তীর দাবীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহার সঞ্চলনায় ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, এ্যাডঃ হৃষীকেশ সরকারের সভাপতিত্বে সোমবার ২২ ই এপ্রিল সকাল ১১ টায় জেলা সদরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিনে উপস্থিত থেকে বক্তব্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ নৃপেন্দ্রথান মন্ডল (পিপি) বাবু শেখর মজুমদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর, বাপন মজুমদার সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হৃষীকেশ সরকার ও সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা রাফি হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্যে বলেন, ফেনীর সোনাগাজী ইসলামী সিনিয়র মাদ্রসার অধ্যক্ষের হুকুমে এবং তার লোকজনের দেয়া আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া নূসরাত জাহান রাফি আমাদের সকলের জন্য এক কঠিন শিক্ষা যে নিজের জীবন দিয়ে প্রতিবাদ করে গেছেন রাফি। তার প্রতিবাদ সবার জন্য শিক্ষাণীয়। তিনি আরও বলেন রাফি শুধু একজন মেয়ে ছিল না, সে একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিল।
সে আমাদের সকলকে শিখিয়ে গেছে প্রতিবাদ কিভাবে করতে হয়। আর কোন রাফি যেন এভাবে নির্যাতনের শিকার হয়ে অকালে জীবন না হারায়। বলে বিশাল মানববন্ধন কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।