শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে নোয়াখালী অলরাউন্ডার প্রতিযোগীতা ২০১৯ অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের লক্ষে শুক্রবার দিনব্যাপী নোয়াখালী অলরাউন্ডার প্রতিযোগীতা ২০১৯ এর প্রথম রাউন্ডের অডিশন অনুষ্ঠিত হয়। আত্মমুক্তি খেলাঘর আসর ও পুষ্পকুঁড়ি খেলাঘর আসরের আয়োজনে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে চলে এ প্রতিযোগীতা। প্রতিযোগীতার বিষয় নাচ, গান, অভিনয়, আবৃত্তি ও চিত্রাঙ্কন।
নোয়াখালী, ফেনী ও লক্ষীপুরসহ তিন জেলার মোট ৮০০ শিশু-কিশোরা প্রথম রাউন্ডের এ অডিশনে অংশ গ্রহণ করে। এদিকে প্রথমবারের মতো বৃহত্তর নোয়াখালীতে এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করায় শিশু-কিশোর ও অভিভাবকরা দারুন উচ্চসিত। প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান আয়োজনের দাবী জানান তারা।
নোয়াখালী অলরাউন্ডার প্রতিযোগীতা ২০১৯ ও পুষ্পকুঁড়ি খেলাঘর আসরের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও ব্যবস্থাপক রাশেদ রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মো. তারেকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা ও সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমেলেন্দ মজুমদার ও সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৌশর।