নড়াইলের উন্নয়নে নিজের নানার বাড়ি গুঁড়িয়ে দিতে বললেন মাশরাফি
নড়াইলের উন্নয়নে মাস্টার প্লান নিয়ে কাজ করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি। উন্নয়নের জন্য সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন। উচ্ছেদের প্রয়োজনে নিজের নানার বাড়িও ভেঙে ফেলতে বলেছেন মাশরাফি।
দু’দিনের ছুটি নিয়ে বর্তমানে নড়াইলে অবস্থান করছেন মাশরাফি। এর মধ্যে একটি স্কুলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, সততা স্টোর, ডিজিটাল হাজিরা পদ্ধতি উদ্বোধন করেন।
নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলাপর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন মাশরাফি।
এসময় উচ্ছেদ অভিযানে অনেকে অবৈধ স্থাপনা ভাঙতে বাধা দেয়া হচ্ছে বলে এক কর্মকর্তা মাশরাফি অবহিত করেছেন। উত্তরে সাংসদ বলেন, ভাঙা বন্ধ করতে আমি কি আপনাকে একবারও ফোন দিয়েছি? তা হলে আপনি ভাঙলেন না কেন?
তিনি বলেন, আমিও ওই রাস্তার ওপর বসবাস করি। ওইখানে আমার নানাবাড়ি। দরকার হলে সেটি সবার আগে ভাঙবেন।
মাশরাফি বলেন, নড়াইলের উন্নয়নে মাস্টার প্ল্যান করেছি। আমরা একটি পরিকল্পিত মডেল জেলা গড়তে চাই। ইতিমধ্যে কাজ শুরু করেছি। পৌরসভার উন্নয়নে পাঁচ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বিভিন্ন নদীতীরবর্তী এলাকায় ভাঙনরোধে কাজ করে চলেছি।