কাপাসিয়ায় পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপ বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি:
কাপাসিয়া উপজেলার আড়াল জিএল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে ২৮ এপ্রিল রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বিচারের দাবীতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক, পরিচালনা পর্ষদ।
২৭ এপ্রিল দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তরাগাঁও খেয়াঘাটে উপজেলার আড়াল জিএল স্কুল এন্ড কলেজের পরিক্ষার্থীকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল গ্রামের আলমগীর বেপারীর ছেলে সাগর বেপারী ও তার সহযোগীরা পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপ করে।
জানাযায়, স্কুল শিক্ষক সিরাজ উদ্দিন হত্যা মামলার আসামী শাওনকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জেরে তার মেয়ে শিলা মনি(১৮) এইচএসসি পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপ করেছে তার সহপাটি।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার জানান, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। কাপাসিয়া থানায় মামলা নং ৪৪ তারিখ ২৭ এপ্রিল ২০১৯,। প্রধান আসামী সাগর বেপারী জেল হাজতে রয়েছে ।