কয়েকদিনের তীব্র গরমে কয়েকগুণ বেড়েছে এয়ার-কন্ডিশনার, ফ্যান ও এয়ারকুলার বিক্রি।
এসব পণ্যের দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতা আকর্ষণে সাধ্যমতো ছাড় ও কিস্তি সুবিধা রাখছেন বিক্রেতারা।
তীব্র দাবদাহ। ঘরে-বাইরে, দিন কি রাত; প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড গরমে একটু স্বস্তির খোঁজে প্রতিটি প্রাণ। তাপমাত্রা দিন দিন বাড়তে থাকায়, চাপ বাড়ছে ইলেকট্রনিক্স পণ্যের দোকানগুলোতে। ঘর কিংবা অফিস ঠান্ডা রাখতে অনেকেরই প্রথম পছন্দ এয়ার কন্ডিশনার। সাধ্যের মধ্যে দাম আর মানের সমন্বয়ে করে কিনছেন পছন্দের এসি।
ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে প্রতি টন এসি ২৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখে বিক্রি করছেন বিক্রেতারা। প্রতিটি পণ্যে ছাড়ের পাশাপাশি রাখছেন কিস্তি সুবিধাও।
মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বাজারে এসেছে হরেক রকম এয়ারকুলারসহ পাঁচ পাখার ফ্যানও। তবে দাম তুলনামূলক বেশি হওয়ায় অসন্তুষ্টির কথা জানান ক্রেতারা।