বেনাপোল চেকপোস্টে হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞাত এক পাসপোর্ট যাত্রীর মৃত্যু ।
শহিদুল ইসলাম বেনাপোল(যশোর)প্রতিনিধি।
বৃহস্পতিবার(২ মে) সকাল ৭টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রশন ভবনের বারান্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক অজ্ঞাত ব্যক্তির (পাসপোর্ট) যাত্রীর মৃত্যু হয়েছে । বেনাপোল ইমিগ্রশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাশার জানান, ওই যাত্রী শ্যামলী পরিবহনে বেনাপোলে এসে ইমিগ্রেশন ভবনে লাইনে দাড়ান পাসপোর্টে সিল করতে। কিছুক্ষণ পর হঠাৎ তিনি ইমিগ্রেশনের বারান্দায় পড়ে যান।
তাকে অজ্ঞান অবস্থায় পুলিশ সদস্যদের সহায়তায় ও শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পরিবহনের বেনাপোল ম্যানেজার গিয়াস উদ্দীন অজ্ঞাত যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পাসপোর্ট যাচাই বাছাই পর তার নাম পরিচয় জানা যাবে বলে জানান ইমিগ্ৰেশন পুলিশের ঐ কর্মকর্তা ।