নোয়াখালীতে ফণি মোকাবেলায় রেডক্রিসেন্টের ১০৪ আশ্রয়াণ কেন্দ্র, ৩২ মাটির কিল্লা স্বেচ্ছাসেবক প্রস্তুত
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে ঘুর্ণিঝড় ফণি মোকাবেলায় ১০৪ আশ্রয়াণ কেন্দ্র, ৩২ মাটির কিল্লা ও সহ¯্রাধিক স্বেচ্ছাসেবককে প্রস্তুত রেখেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা ইউনিটের সেক্রেটারি শিহাব উদ্দিন শাহিন।
তিনি জানান, আশ্রয়াণ কেন্দ্র, মাটির কিল্লা প্রস্তুতের পাশাপাশি শুকèা খাবার, সুপেয় পানি ও দুর্যোগকালীন তাৎক্ষণিক প্রয়োজনে নগদ তিন লক্ষ টাকাও হস্তমজুদ রাখা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবকদের ৫টি টিমে বিভক্ত করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে মেডিকেল টিম ও খোলা হয়েছে নিয়ন্ত্রণ কেন্দ্র। ইেতোমধ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং ও সতর্কীকরণ পতাকা উত্তোলণ করা হয়েছে।