শার্শায় যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষকসহ ৪ জন আটক
মীর ফারুক যশোর প্রতিনিধি
শিক্ষকরা হলো উন্নত জাতি গঠনের কারিগর। কিন্তু বর্তমান সেই আর্দশ শিক্ষকের খুবই অভাব।যশোরের শার্শা উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রসার শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) সকালে শার্শা থানা পুলিশ বাগঁআচড়া থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- সাতমাইল মহিলা হালিম মাদরাসার সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, প্রিন্সিপাল মহাসিন আলী, কেরানি জামাল উদ্দীন ও স্থানীয় চিকিৎসক নূর ইসলাম।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, বিভিন্ন সময় সহকারী শিক্ষক শরিফুল ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করতো। মেয়েটি এ নিয়ে স্কুলের প্রিন্সিপালের কাছে অভিযোগ দেয়। কিন্তু তিনি বিচার না করে কয়েকজন মিলে বিষয়টি মিটিয়ে ফেলতে ছাত্রীর অবিভাবকদের চাপ দেয়।
অর্থের প্রলোভনও দেখায়।ছাত্রীর পরিবার পুলিশ কাছে অভিযোগ দেয়।পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে পুলিশ তাদের আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা করা হয়েছে।দুপুরের পর তাদের যশোর কোর্ট হেফাজতে প্রেরণ করা হয়েছে।
প্রেরক মীর ফারক যশোর শার্শা থেকে